বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :-একাধিক নতুন রাস্তা সহ বিভিন্ন বেহাল রাস্তা মেরামত করার জন্য প্রায় ২ কোটি ২৫ লক্ষ টাকার অর্থ বরাদ্দে বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঢেলে সাজানোর উদ্যোগ বালুরঘাট পৌরসভার। মঙ্গলবার বালুরঘাটে পুরসভার সুবর্নতটে ঠিকাদারদের হাতে ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়। বরাদ্দকৃত অর্থে ১, ৫, ১১, ১৫, ১৮, ১৯,২২, ২৩ ও ২৪ এই নয়টি ওয়ার্ডে কাজ করা হবে। যার মাধ্যমে শহরের কিছু সংকীর্ণ রাস্তা চওড়া যেমন করা হবে। ঠিক তেমনি পেভার ব্লকের কাজও হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিন বালুরঘাট পুরসভার ২৫টি ওয়ার্ডের নির্মল সাথী,নির্মল বন্ধু ও ওয়ার্ড সুপারভাইজারদের হাতে ড্রেস ও টুপি দেওয়া হয়।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ‘শহরের রাস্তার একাধিক কাজ করতে অর্থ বরাদ্দের প্রয়োজন ছিল। এই বরাদ্দ পেয়ে রাস্তার অনেক কাজ করা শুরু হচ্ছে। প্রথমে নয়টি ওয়ার্ডে কাজ শুরু হবে। পরে বাকি ওয়ার্ডগুলোর কাজ হবে। বেশকিছু নতুন রাস্তা তৈরি সহ বিভিন্ন রাস্তা মেরামতির কাজ হবে। শহরের যাতায়াত পরিষেবা উন্নত করতেই এই পদক্ষেপ।’
Leave a Reply