গঙ্গারামপুর পৌর উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর সেজে উঠেছে আলোক সজ্জায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর একদিন পরেই গঙ্গারামপুর পৌর উৎসব ।আর পৌর উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর সেজে উঠেছে আলোক সজ্জায়।
রংবেরঙের আলোয় শহরের জাতীয় সড়ক থেকে শুরু করে গলিপথ যা চকচকে সেজে উঠেছে।
গঙ্গারামপুর পৌর উৎসব চলছে নানা সাংস্কৃতিক ও খেলাধুলার মাধ্যমে। সেইমতো আজ শহরের একটি স্কুলে অনুষ্ঠিত হলো নিত্য প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন পৌর পিতা প্রশান্ত মিত্র সহ শহরের বিশিষ্ট জনেরা।
আগামী ২৫ ও ২৬ সে জানুয়ারি গঙ্গারামপুর পৌর উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যা মাতাতে আসছেন
কলকাতা ও মুম্বাইয়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা।
আর যার জেরেই সমগ্র গঙ্গারামপুর শহর জুড়ে নানান আলোকসজ্জায় মুড়ে ফেরা হয়েছে।
জাতীয় সড়কে আঁকা হয়েছে আলপনা। যা দেখতে ভিড় জমাচ্ছেন শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *