নিজস্ব সংবাদদাতা, মালদা : সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস। মূর্তিতে মাল্য দানের পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়।
এদিন সকাল আটটা নাগাদ ইংরেজবাজার পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর শহরের নেতাজি সুভাষ মোর এলাকায় প্রথমে পতাকা উত্তোলন এবং পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর সন্ধ্যা দাস, সুজিত সাহা, শুভময় বসু, কাকলি চৌধুরী, গৌতম দাস, গায়ত্রী ঘোষ, পূজা দাস, গোবিন্দ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিকরা। এর পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরে একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়। প্রভাত ফেরীতে অংশ নেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সহ অন্যান্য কাউন্সিলররা। এর পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী ও ছবিসহ ব্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেয়। বিভিন্ন স্কুলের উদ্যোগে ট্যাবলো প্রদর্শন করা হয় প্রভাত ফেরিতে। নেতাজি, ভারত মাতা সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরীতে অংশ নেয় স্কুল পড়ুয়ারা। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরী। এরপর প্রভাত ফেরী শেষ হয় নেতাজি মোর এলাকায়। সেখানে পৌরসভার পক্ষ থেকে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস।

Leave a Reply