নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: নিখোঁজ হওয়ার 40 দিন পর পুকুর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার 50 বছর ঊর্ধ্ব এক ব্যক্তির। খুনের অভিযোগ পরিবারের।এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে রবিবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার।পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েই খুন করা হয়েছে ব্যক্তিকে।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম জাবুল হক (৫৫) বাড়ি হরিরামপুর থানা এলাকায়।পেশায় ছিলেন ভিন্ন রাজ্যে শ্রমিক সরবরাহকারী।
এবং অভিযুক্ত ব্যক্তির নাম ফনি সরকার (৫২)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সান্দিয়া এলাকায়।
মৃতের পরিবার সূত্রের খবর, গত ১লা ফেব্রুয়ারি ভিন রাজ্যে শ্রমিক সরবরাহ করার কথা বলে বাড়ি থেকে বের হন জাবুল হক। তারপর আর বাড়ি ফিরে সে। ঘটনার পর ৩রা ফেব্রুয়ারি হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জাবুল হকের পরিবারের লোকজন। অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে হরিরামপুর থানার পুলিশ। তবে প্রথম দিকে ঘটনার কোনো অগ্রগতি না হলেও পরবর্তীতে ঘটনার তদন্তে জোর দেয় পুলিশ। এবং দীর্ঘ ৪০ দিন পর ইটাহার থানার সান্দিয়া গ্রামের একটি পুকুর থেকে ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত ফনি সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।এদিকে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত বিষয়েই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইট ইন্দ্রজিৎ সরকার (ASP,গঙ্গারামপুর মহকুমা)
Leave a Reply