নিজস্ব সংবাদদাতা, মালদা:— বাড়িতে একলা এক গৃহবধূকে জোরপূর্বক রঙ দিতে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ। হামলা। পালটা হামলা। সংঘর্ষ বিজেপি তৃণমূলের। হামলা বিজেপির বুথ সভাপতি সহ তাঁর পরিবারের ওপর। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত এক তৃণমূল কর্মী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কামার্তা গ্রামে। অভিযোগ, বিজেপির বুথ সভাপতি উদয় দাসের আত্মীয়া (বৌমা) গৃহবধূ একলাই বাড়িতে ছিলেন। ঘরে তাঁর শ্বশুর শ্বাশুড়ি ছিল না। সেই সময় মিঠুন দাস, অক্ষয় দাস, জিৎ মোহন দাস নামে তৃণমূল কর্মী দলবল নিয়ে ঘরে ঢুকে রঙ দিতে যায়। মহিলা কোন মতে পালিয়ে গিয়ে উদয় দাসের পরিবারের কাছে আশ্রয় নেন। আর এই নিয়েই শুরু হয়ে যায় বিবাদ। বিষয়টি রাজনৈতিক রুপ নেয়। অভিযোগ উদয় দাসের পরিবারের ওপর হামলা চালায় একদল তৃণমূল কর্মী। রক্তাক্ত হন উদয় দাসের মা রাধা দাস এবং নাবালক ভাইপো। আঘাত পান উদয় দাসও। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। অন্যদিকে মিঠুন দাস সহ তৃণমূল কর্মীদের পালটা অভিযোগ, উদয় দাসের লোকজনও নাকি হামলা চালায়। তাতে তাঁদেরও এক কর্মী আহত হয়েছে। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ রবি দাস ওরফে অক্ষয় নামে একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাকি দের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।
বাড়িতে একলা এক গৃহবধূকে জোরপূর্বক রঙ দিতে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, হামলা, পালটা হামলা, সংঘর্ষ বিজেপি তৃণমূলের।

Leave a Reply