নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে এবারে সমস্যায় পড়তে চলছে বারুনী মেলাতে আসা পূর্ণাথীরা। বাঁধ দিয়ে পুনর্ভবা নদীর জল আটকে দিয়েছে বাংলাদেশ যার কারণেই এমন সমস্যা বলে অভিযোগ পূর্ণার্থীদের। যদিও পৌরসভার তরফে জেসিবি দিয়ে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতেও সমস্যা মিটবে না বলে মনে করছে এলাকাবাসী।
উল্লেখ্য জেলার বারুনী স্নানের মেলাগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শিববাড়ির বারুনী মেলা। প্রতিবছর দোল পূর্ণিমার ১২দিনের মাথায় শুরু হয় এই মেলা। সেইমতো আগামী বৃহস্পতিবার প্রাচীন পরম্পরা মেনে পুনর্ভবা নদীতে পুণ্যস্নানের মধ্যদিয়ে শুরু হবে বারুনী মেলা। ইতিমধ্যে মেলাতে নাগরদোলা,ব্রেকড্যান্স,সার্কাস,বিভিন্ন খাবারের দোকান ষ্টল দিতে শুরু করেছে ব্যবসায়ীরা।
তবে এবারে পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে সমস্যায় পড়তে চলছেন পূর্ণার্থীরা। নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হচ্ছে।
জানা গেছে বাংলাদেশে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে পূর্নর্ভবা নদীর জল যা কারণে এমন পরিস্থিতি। প্রতিবছর জল ছাড়লেও এবারে জল ছাড়েনি বাংলাদেশ। আর এতেই হতাশ বারুনী মেলাতে আসা পূর্ণার্থীরা।
Leave a Reply