প্রয়াত নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে বালুরঘাট শহরে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রয়াত নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে বালুরঘাট শহরে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ। হরিমাধবের নামেই মুক্তমঞ্চটি গড়ে তুলবে পুরসভা। ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। পুরসভার কাছে সুরেশ রঞ্জন পার্কের সামনে ফাঁকা জায়গায় এই মুক্তমঞ্চটি তৈরি করা হবে। পুরসভা সূত্রে খবর, প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে মুক্তমঞ্চটি গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে কাজের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট নাটকের শহর। একাঙ্ক নাটকের জনক মন্মথ রায়, বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় এই শহরের। এই বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা বালুরঘাটকে রাজ্য তথা দেশের সামনে তুলে ধরেছেন। মন্মথ রায় নাট্যচর্চা কেন্দ্র বালুরঘাটে আছে। এবার হরিমাধববাবুকে উৎসর্গ করে মুক্তমঞ্চ তৈরি করব। ইতিমধ্যেই মুক্তমঞ্চ তৈরির টেন্ডার হয়েছে।
হরিমাধবের নামে মুক্তমঞ্চ তৈরি হচ্ছে জেনে খুশি বালুরঘাটের নাট্যজগত্ এবং ঘোরই মতব মুখোপাধ্যায়ের বাড়ির লোকজন। নাট্যকর্মী প্রদোষ মিত্র বলেন, নাটকের জন্য হরিমাধববাবু বালুরঘাট ছেড়ে কোথাও যাননি। বালুরঘাটে থেকেই থিয়েটার করেছেন। প্রয়াত নাট্যকার হরি মাতব মুখোপাধ্যায়ের নামে যদি বালুরঘাট পুরসভার তরফ থেকে মুক্তমঞ্চ তৈরি করা হয়, তাহলে তাকে যথার্থ সম্মান দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *