পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিজ্ঞান মঞ্চের উদ্যোগ ৮ নম্বর নলবনা হাই স্কুলে বিভিন্ন স্কুলের মিড ডে মিলের রাধুনীদের নিয়ে সচেতনতা ও প্রশিক্ষণের জন্য রান্নাঘরে বিজ্ঞান এবং বিভিন্ন খাদ্য দ্রব্যে ভেজাল সম্পর্কিত একটি সচেতনতা ও প্রশিক্ষণের শিবিরের আয়োজন করা হয় রবিবার, পাশাপাশি,মা ও শিশুর পুষ্টি বিষয়ক সম্পর্কিত সচেতনতা করা হয় এই দিন। এই দিন প্রায় ২০০ জন রাঁধুনি ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়,এই দিন উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও কার্যকারী সভাপতি ডঃ দিলীপ চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ও জেলা সভাপতি ডঃ সুজাতা মাইতি, চন্দ্রকোনা রোড বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক চিরঞ্জিত রানা,সভাপতি চিন্ময় ঘোষ, কানাইলাল সিং,অমর ঘোষ, সহ অন্যান্যরা।
চন্দ্রকোনারোড বিজ্ঞান মঞ্চের উদ্যোগে নলবনা হাই স্কুলে রান্নাঘরে বিজ্ঞান ও ভেজাল নিয়ে কর্মশালার আয়োজন ।

Leave a Reply