দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ভর দুপুরে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি সংস্থার দোকানে আচমকাই হাজির হয় দুই দুষ্কৃতি। তারা দোকানের মালিককে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় এবং এলাকা থেকে দ্রুত সরে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। দোকানের মালিকের ছেলে অভিজিৎ দাস লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে দুটি তাজা বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। যদিও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কেউ ধরা পড়েনি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, “এলাকায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি শংকর সরকার বলেন, “ঘটনাটি দুঃখজনক। তবে পুলিশ তাদের কাজ করছে। খুব শীঘ্রই দোষীরা ধরা পড়বে।”
মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। দুটি তাজা গুলি উদ্ধার হয়েছে। আমরা খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করব।”
এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ী মহলে নিরাপত্তার দাবি আরও জোরালো হয়েছে।
Leave a Reply