হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- বালি কর্ড লাইনের নিচে রাস্তার দুই ধারে দীর্ঘদিন ধরে প্রায় কমবেশি ২০০ টি নানারকমের দোকান(খাবার, ফোন, আচার, ছাতা, জুতো ইত্যাদি)আছে এবং এই দোকানদার গুলি এই দোকানের ওপর নির্ভরশীল কয়েকদিন আগে রেলের তরফে একটি নোটিশ দেওয়া হয় ঐ দোকানদার দের ৪/৬/২০২৫ তারিখে সবাই কে দোকান গুলি খালি করে দিতে হবে যেহেতু এটা পুরোটাই রেলের জায়গা এই নোটিশ পাবার পর সকল দোকানদার রা ৩/৬/২০২৫ তারিখে একটি মিছিল বের করে তাদের প্রধান বক্তব্য আমাদের দোকান খালি করতে বলেছেন কিন্তু আমাদের কেও একটা বিকল্প রাস্তা বের করে দিতে হবে দরকার পড়লে আমরা সকল দোকানদাররা লিজ নিতেও রাজি, তবে শোনা যাচ্ছে ১৮/৬/২০২৫ তারিখে সবাই কে ফাইনাল দোকান খালি করতে বলা হয়েছে ,এই দোকানদারদের সমর্থনে এগিয়ে আসেন ঐ এলাকার দুর্গাপুর অভয়নগর ১ পঞ্চায়েতের প্রধান সোনালী সমাদ্দার।
দোকান খালি করার নির্দেশ , দোকানদারদের সমর্থনে এগিয়ে আসেন ঐ এলাকার দুর্গাপুর অভয়নগর ১ পঞ্চায়েতের প্রধান সোনালী সমাদ্দার।

Leave a Reply