পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অভায়া কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে আগামী ৯ই আগস্ট দলীয় পতাকা ছাড়াই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে, এবার সেই বিষয় নিয়ে সিপিএমকে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোপালনগরের খাদিনান মোড়ে ড: শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে তার আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আগামী ৯ই আগস্ট নবান্ন অভিযান হবে দলীয় পতাকা ছাড়াই, আবার ঐদিন কালীঘাট অভিযান করবে সিপিআইএম সেই বিষয় নিয়ে সিপিআইএমকে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা, তিনি বলেন এর আগের আন্দোলনকে শেষ করেছে সিপিআইএম, এবার যদি গোলানোর রাজনীতি করে তাহলে এর উত্তরটা অভয়ার বাবা মাকে দিতে হবে, কারণ ওনারাই দুটো কর্মসূচির ডাক দিয়েছেন, গত ২৭ শে আগস্ট ওনারা ছিলেন না, তাতে কর্মসূচি আটকায়নি,জোরদার হয়েছে, দুপুর বারোটা থেকে সন্ধ্যা অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় কে আটকে রাখা হয়েছিল নবান্নে, তবে এইবারের অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায় কে সারারাত থাকতে হবে।
পাঁশকুড়া থেকে দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযান নিয়ে সিপিআইএমকে কটাক্ষ বিরোধী দলনেতার।

Leave a Reply