
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- উত্তরবঙ্গের নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে উত্তরবঙ্গের অনেক বিধায়ক ও সাংসদ
উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য গিয়েছিলেন। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, গিয়েছিলেন কন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে। হঠাৎ করেই তাদের উপর তৃণমূলের কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, এরই প্রতিবাদে গাজোল বিজেপি সংগঠনের পক্ষ থেকে গাজোলের বামন গোলা মোরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এই দিন গাজোল বিধানসভার বিধায়ক চিনময় দেবের নেতৃত্বে এই কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং, গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজোল এক নম্বর মন্ডল সভাপতি নিহার রঞ্জন মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সড়ক অবরোধের জেলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।












Leave a Reply