
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- মালদার গাজোল ব্লকের আলাল গ্রামে চলো পাল্টাই ক্লাব এর পরিচালনায় লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছিল।লক্ষ্মীপূজো নিয়ে এবছরে তাদের থিম করা হয়েছিল ২৫ ফিটের ক্ষীরোদ সাগরের বিষ্ণুন লক্ষ্মী রয়েছে লক্ষী প্রতিমা। আর এই থিমের পুজো দেখতে ভিড় করেছিলেন দর্শনার্থীরা। মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এলাকা থেকে দর্শনার্থীরা এখানে থিমের লক্ষ্মীপূজো দেখতে এসেছিলেন প্রতি বছরের ন্যায় এ বছরও নজর কেরেছে পুজোতে। পুজো দেখতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজু সিং, প্রসেনজিৎ সাহা সহ অন্যান্যরা। এইদিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট সমাজসেবী রাজু সিংহ প্রসেনজিত সাহা সহ অন্যান্য জনকে। লক্ষ্মীপূজোকে কেন্দ্র করে বিশাল আকারে বসেছে মেলা।এই মেলায় প্রচুর দোকান বসেছে। মেলায় কেনাকাটাও করছেন আমজনতা। আগামী তিন দিন ধরে এই মেলা চলবে বলে জানান পূজো উদ্যোক্তারা। উদ্যোক্তাদের হাতে বিশিষ্ট সমাজসেবী রাজু সিংহ আর্থিক সাহায্য তুলে দেন।












Leave a Reply