
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমানের জামালপুরে গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী।
চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। আজ জামালপুরের আবুজহাটি ১ ও ২ অঞ্চলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান রমজান শা ও ঝর্না দাস, উপ প্রধান শ্যামল চ্যাটার্জী, দুই অঞ্চল সভাপতি তরুণ ঘোষ ও রমেন্দ্রনাথ কোনার সহ অন্যান্যরা। অন্যান্য অঞ্চলের মত এই অঞ্চলেও প্রচুর কর্মী সমর্থকরা যোগদান করেন বিশেষ করে মহিলা কর্মী সমর্থকদের ভির ছিল দেখার মত। মেহেমুদ খাঁন তাঁর বক্তব্যে বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের কাজ করে চলেছেন টা দেশের অন্য কোথাও দেখা যাবে না। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পকে অন্যান্য রাজ্য অনুসরণ করছে। বিশেষ করে নারী প্রগতির জন্য তাঁদের সকলের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদের জন্য অনুদান নয়। এটা তাঁদের সম্মান যা আগে কেউ দেয় নি। তিনি দুর্গা পুরের ঘটনা নিয়ে বিরোধীদের প্রতি তীব্র ধিক্কার জানান। তিনি বলেন যে ঘটনা ঘটেছে তাকে কেউ সমর্থন করছে না। রাজ্যের পুলিশ দারুণ কাজ করছে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিরোধীদের প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা এত কথা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল কেন্দ্রে পাঠান সেখানে সেই বিল আটকে দেওয়া হয়। এই ধরনের দ্বিচারিতা বিজেপি ছাড়া আর কেউ করতে পারবে না। নানা ভাবে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। কিন্তু তাতেও দমানো যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাই আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে।












Leave a Reply