
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পাড়ায় সমাধান কর্মসূচী আজ অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা জামালপুর ২ ও পারাতল ২ অঞ্চলে যথাক্রমে জামালপুর হাই স্কুল ও শিপতাই মোহুলা এস আর হাই স্কুলে।
এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন তৃণমূলের জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, দুই প্রধান মিঠু পাল( অঞ্চল সভাপতি), মাবিয়া বেগম শেখ, পাড়াতল ২ অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। তাঁরা ক্যাম্পে সকল কাউন্টারে ঘুরে দেখে ক্যাম্পে উপস্থিত সাধারণ মানুষজনের সাথে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন । মেহেমুদ খাঁন বলেন আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচিতে যে সমস্ত বুথের ক্যাম্প হয়ে গেছে সেই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ লক্ষ টাকার কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। ক্যাম্প দুটিতে ভালো সংখ্যায় সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন।












Leave a Reply