
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-প্রতি বছরের ন্যায় এ বছরও নিজের জন্মদিনের কেক না কেটে পথচারীদের মুখে অন্ন তুলে দিয়ে অন্যভাবে পালন করলো আরিয়ান তাঁর নিজের জন্মদিন। রবিবার সকালে বিলাসবহুল পার্টি না করে ‘খানাকুল’ জুড়ে অসহায় এবং দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেন, এইভাবেই সে সবার মধ্যে দিয়ে আনন্দ ভাগ করে নেয়।
আরিয়ানের এই মানবিক উদ্যোগকে সমাজের সকল স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
“দিল সে ফাউন্ডেশন”এর অন্যান্য সদস্যদের সাথে নিয়ে সকাল থেকে ‘খানাকুল’এর বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জন্মদিন মানে শুধু আনন্দ নয়, সেই আনন্দটুকু সমাজের অসহায় এবং দুঃস্থ মানুষদের ভাগ করে নেওয়াই হলো “দিল সে ফাউন্ডেশন”এর অন্যতম লক্ষ্য।
আরিয়ানের এই উদ্যোগে খুশি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, আজকের দিনে যেখানে অনেকেই জন্মদিনে বিপুল অর্থ খরচ করেন। তরুণ একটা ছেলে এমন মানবিক বার্তা দেওয়ায় সত্যিই খুবই প্রশংসার যোগ্য।
আরিয়ান এবং তাঁর সদস্যদের একটাই উদ্দেশ্য যে, সমাজের অসহায় এবং দুঃস্থ মানুষের মুখে হাঁসি ফোটানোই তাঁদের মূল লক্ষ্য।












Leave a Reply