রাজধানীতে রক্তচক্ষু জঙ্গি হামলা! লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কমপক্ষে ১০!

নয়াদিল্লি, নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লির বুকেই নেমে এল আতঙ্ক! সোমবার সন্ধ্যা সাতটার কিছু আগে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। পরপর তিনটি গাড়ি উড়ে যায় আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে, আহতের সংখ্যা বহু।

বিস্ফোরণের ঠিক আগেই হরিয়ানার ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর বিশেষ দল।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আচমকাই পরপর বিস্ফোরণ হয়। আশপাশের দুটি মন্দির — জৈন মন্দির ও উমাশঙ্কর মন্দির — থেকে বেরোচ্ছিলেন বহু মানুষ। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে, সৃষ্টি হয় হুড়োহুড়ি।

দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সম্পূর্ণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে, বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের প্রবেশপথ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত জঙ্গি নাশকতা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই দিল্লি পুলিশের কমিশনারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

ঘটনার তদন্তে একসঙ্গে নেমেছে এনআইএ ও দিল্লি পুলিশ।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

চলছে উদ্ধারকাজ ও ফরেনসিক পরীক্ষা — রাজধানীর বুকে ফের একবার জঙ্গি আতঙ্ক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *