
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদাতা:- প্রতিবছরের মত আজ একুশে নভেম্বর শুক্রবার উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে মৎস্যজীবী দিবস পালিত হলো। মৎস্যজীবী দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন মৎস্য বাজারের পাশাপাশি মৎস্যজীবী গ্রামে ফোরামের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়। আজকে অমৃত খন্ড পঞ্চায়েতের দ্বীপ গ্রামে, বালুরঘাট ব্লকের যোগমায়া বাজার, পাওয়ার হাউজ বাজার ও রঘুনাথপুর বাজারে এবং গঙ্গারামপুর ব্লকের পীরপালে, নারায়ণপুর বাজারে ও মহিপালে মোট সাত জায়গায় মৎস্যজীবী দিবস পালিত হলো। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলার কো-অর্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানিয়েছেন – মৎস্য চাষের জন্য জলাভূমিকে রক্ষা করার পাশাপাশি পরিষ্কার রাখতে হবে, পরিবেশ রক্ষা করতে এবং সার্বিক মৎস্য চাষের উন্নয়ন করতে ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে, জলাভূমির পাট্টা ঠিকাদারদের হাতে না গিয়ে যেন গরীব মৎস্যজীবীদের হাতে থাকে সহ বিভিন্ন দাবিতে আজকে মৎস্যজীবী দিবস পালিত হলো।












Leave a Reply