স্বল্প দৈর্ঘ্যের ছবি “কাজু” মুক্তি পাচ্ছে আজ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ-আদীব রব্বানী পরিচালিত, বেদান্ত দাস এবং রত্না আচার্য্য অভিনীত শর্ট ফিল্ম “কাজু” মুক্তি পাবে Stardust Creations এর ইউটিউব চ্যানেল থেকে এই মাসে।
চিত্রগ্রহণ করেছে অনির্বান দাস, আবহ সঙ্গীত এবং সঙ্গীত পরিচালনা করেছে শ্রাবণ ভট্টাচার্য।

শর্মিষ্ঠা বিশ্বাসের কাহিনী অবলম্বনে নির্মিত “কাজু” এর ঘটনাপ্রবাহ শুরু হয় বড়দিনের সময়, ছোট্ট আদি এবং তার প্রতিবেশী কাকিমার মিষ্টি স্নেহের সম্পর্ককে কেন্দ্র করে। আদি কীভাবে তার সারল্য দিয়ে জয় করে নেবে কাকিমার মন আর আদায় করে নেবে তার বহুকাঙ্খিত কাজুবাদাম সেটাই দেখা যাবে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটায়।


ভালো মন্দের দ্বন্দ্বে আদি কি হারিয়ে ফেলবে কাকিমার বিশ্বাস নাকি বড়দিনের শুভ মুহূর্তে তার সারল্য সরিয়ে দেবে লোভের কালো ছায়া সেই রহস্যই উন্মোচিত হবে এই ছবির অন্তে।

“কাজু” নির্মাণ করেছে SpecTackle Films ।

শর্ট ফিল্মটি মুক্তি পাবে Stardust Creations থেকে ২রা জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *