শেষ বিকেলের বৈরাগ্য গায়ে মেখে চলতে চলতে পথটাও যেন মিশে যায় নীল আকাশের সাথে।
জলের সরলতা চিরকালই মুক্তির মন্ত্র শেখায়।
যেখানে পথ আর পথিক মিলেমিশে একাকার সেখানে নতুন করে কাছাকাছি আসার আর কি প্রয়োজন আছে বলো?
সুদূরের গর্ভে আমার অবিভক্ত বৃন্দাবন, তাইতো আমি মধুসূদন।
তুমি যতটা নিকটবর্তী চন্দ্রবিন্দু, আমি ঠিক ততটাই দূরবর্তী শৌর্য।
আমার আশপাশে জীর্ণতার কোনো বলিরেখা নেই , হারাবারও কোনো ভয় নেই, যা আছে পুরোটাই আদিগন্ত হরিয়ালি।
যদি মাত্রাহীন চন্দ্রিমায় অবগাহন করে আসতে পারো তবেই এই গাঁটহীন চৌকাঠ মাড়িও।
জলজ সরলরেখাই আমার প্রবেশ এবং প্রস্থানের সয়ম্ভু রাজপথ।












Leave a Reply