পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এসোসিয়েশনের চতুর্দশতম সম্মেলন দুবরাজপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- কয়েক দফা দাবিকে সামনে রেখে আজ পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এসোসিয়েশনের চতুর্দশতম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে। এদিন পতাকা উত্তোলন এবং বাউল গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এসোসিয়েশনের চতুর্দশতম বীরভূম জেলা সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী, চেয়ারম্যান চঞ্চল ঘোষ, ল’ক্লার্ক এসোসিয়েশনের বীরভূম জেলার সভাপতি নিমাই চন্দ্র পাল, সম্পাদক খাইরুল আলম, বীরভূম জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে সহ আরো অনেকে। এদিন দুবরাজপুর আদালতের ল’ক্লার্ক এসোসিয়েশনের দুবরাজপুর ইউনিটের সম্পাদক দীপক মুখার্জী জানান, আমাদের এখানে যাঁরা সার্টিফায়েড ল’ক্লার্ক আছেন তাঁদের বসার উপযুক্ত জায়গা নাই। তাই আমাদের ল’ক্লার্ক ভাইদের স্থায়ী ভাবে বসার জায়গা করে দিতে হবে। তাছাড়াও যাঁরা আদালত প্রাঙ্গনে আসেন তাঁদের জন্য শৌচাগার পর্যন্ত নেই। তাই দ্রুত একটি শৌচাগারের ব্যবস্থা করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *