জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত স্পোর্টস চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক কনস্টেবলের।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত স্পোর্টস চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে মালদার শহরের পুলিশ লাইন মাঠে। আচমকা ওই পুলিশকর্মীর মৃত্যুতে জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম মকসেদুর রহমান (৩২)।  তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকায়। বর্তমানে সে এসটিএফের রিজাভ কনস্টেবল পদে মালদায় কর্মরত ছিলেন। অল্প বয়সী পুলিশকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা পুলিশের পদস্থ কর্তারা।

এদিন পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চলছিল। সেখানে অংশ নিয়েছিলেন ওই পুলিশকর্মী মকসেদুর রহমান। টাগ ওফ ওয়ার খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয় সে। ঘটনায় অসুস্থ হয়ে পরলে তরিঘরি উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *