শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলেও,চন্দনসরিষা থেকে মৃতদেহ নিয়ে আসা হলো বেলদা গ্রামীণ হাসপাতালে,তদন্ত শুরু পুলিশের।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত চন্দন সরিষা এলাকায় এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শেষকৃত্য সম্পন্ন জন্য শ্মশানে কাঠ পৌঁছে গিয়েছে।মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে পাড়া প্রতিবেশী আত্মীয়রা। কিন্তু শ্মশানে না নিয়ে গিয়ে মৃতদেহ হাসপাতালে আনা হল। গ্রামবাসীদের বক্তব্য স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের কথায় মৃতদেহ আনা হয় বেলদা গ্রামীন হাসপাতালে। কারণ ময়নাতদন্ত হবে।প্রসঙ্গত, শুক্রবার সকালে মাঠেই অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয় অজয় পাত্র নামে বছর ২৫ এর এক যুবকের।বাড়ি বেলদা থানার চন্দনসরিষা তে।পরিবারের লোকজন মাঠ থেকে বাড়ি আনলে জানতে পারেন মৃত্যু হয়েছে তার।তবে কি কারণে মৃত্যু তা জানা যায়নি।
সন্ধ্যা নাগাদ শবদেহ দাহ করার জন্য শ্মশানে কাঠ পাঠানো হয়েছে। মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হয়েছে।পরে আবার আনা হয় হাসপাতালে।শনিবার বেলদা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মৃতদেহটি। মৃত্যু ঘিরে ক্রমাগত রহস্য দানা বাঁধছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *