জলপাইগুড়ি জেলা স্কুলে ছাত্রদের দেওয়া হল করোনার ভ্যাকসিন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জানুয়ারিমাসের 3 তারিখ থেকে রাজ্যটি শুরু হয়েছে ভ্যাকসিনেশন ।16-18 বছর বয়সীদের ভ্যাক্সিনেশন দেবার কাজ শুরু হয়েছে। সেই অনুয়ায়ী 17 তারিখ জলপাইগুড়ি জেলা স্কুলে ছাত্রদের দেওয়া হল করোনার ভ্যাকসিন। এদিন প্রায় 200 জন ছাত্রকে ভ্যাকসিন দেওয়া হয়। ক্লাস টেন আউটগোয়িং টুয়েলভ আউটগোয়িং এবং ইলেভেন আর্টস এর ছাত্রদের ভ্যাকসিন দেওয়া হয় আজ। আগামী 18 তারিখ অন্যান্য বিভাগের ছাত্রদের ভ্যাক্সিনেশন করা হবে যা বিদ্যালয় সূত্রে খবর। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক জানান সুষ্ঠু মতোই ভ্যাক্সিনেশন হচ্ছে। আজকে 200 জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্কুলের একছাত্র অভিনব সরকার জানায় আজ স্কুল থেকে ভ্যাকসিন দেওয়া হল খুবই সুবিধা হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *