নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অলক সরকারের বাড়িতে আজ সকালের টিভি চলতে চলতে হঠাৎ পিকচার টিউবে আগুন জ্বলে ওঠে, পাশে থাকা জামাকাপড় এবং অন্যান্য দাহ্য পদার্থ আগুন লেগে তা ক্রমশ বাড়তে থাকে। শান্তিপুর অগ্নিনির্বাপণ দপ্তরে ফোন করে এলাকাবাসী। নিজেরাই প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে আগুন। এরপর দমকলের পক্ষ থেকে খতিয়ে দেখা হয় বিষয়টি। ঘরের উপযুক্ত জানালা দরজা না থাকা এবং ইলেকট্রিক ওয়ারিং ঠিকমতো না থাকার কারণে এই দুর্ঘটনা বলে জানান দমকলের দায়িত্বে থাকা অধিকারীক।
নদীয়ার শান্তিপুরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলো, গোটা পরিবার।












Leave a Reply