সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে শ্রদ্ধা নিবেদন সেঁজুতির।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সরস্বতী বিসর্জনের দিনেই সরস্বতী বিদায়। ৯২ বছরে থামল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সুর সফর। প্রায় সাত দশকের সঙ্গীত জীবনে প্রায় ৩৬টি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। ঠিক যেন মা সরস্বতীর স্বর, লতা দিদির সুরের জাদুতে মূর্ছিত হন কোটি কোটি গুণমুগ্ধ শ্রোতা। আর এই সুরের সমুদ্র থেকে কিছু সেরা গান বেছে নেওয়া যেন ঠিক মহাসাগর থেকে এক কলসি জল নেওয়ার সমান। গোটা ভারতবর্ষের মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তাই আজ তাঁরই স্মরণে বীরভুম জেলার দুবরাজপুরের মহিলা পরিচালিত সেঁজুতি নামে একটি সংস্থার সদস্যরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। এদিন এই সংস্থার কর্ণধার সুমনা চক্রবর্তী জানান, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে কোকিল কণ্ঠী তথা ভারতরত্ন লতা মঙ্গেশকরের স্মরণে তাঁরই গান দিয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করা হয় এবং দুবরাজপুর ব্লক প্রাঙ্গনে এসে তাঁর প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করা হয়। পাশাপাশি নীরবতা পালন এবং মোমবাতি জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *