নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-রতুয়া,এলাকায় গরুর পেট থেকে জন্ম ভেড়ার মত দেখতে গরুর বাচ্চা জন্মানো কে নিয়ে ,রীতিমতো চাঞ্চল্য ছড়ালো রতুয়া ১ নং ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নারাত্তমপুর দিয়ারা গ্রামে
জানা যায় কাহালা গ্রাম পঞ্চায়েতের নারাত্তমপুর দিয়ারা গ্রামের এক বাসিন্দা ফাগু মন্ডল ,বহুদিন ধরে গরু ছাগল পুষে আসছেন,এর আগে বহুবার ফাগু মণ্ডলের বাড়িতে ছাগলছানা ও গরুর বাছুর জন্ম নিয়েছে ,সে মত বুধবার রাত থেকে ফাগু বাবু বাড়ির এক গরু প্রসবের যন্ত্রণায় ছটফট করতে থাকে ,বৃহস্পতিবার সকালে জন্ম দেয় ভেড়ার মত দেখতে গরুর বাছুর তবে জন্মের সঙ্গে সঙ্গে সেটি মারা যায়,সেই ঘটনা কিছুক্ষণের মধ্যে গোটা এলাকায় চ্যাঞ্চল ছড়িয়ে পড়ে ,এবং সেই গরুর বাচ্চা দেখতে রীতিমতো ভীর উপচে পড়ে ফাগু মন্ডলের বাড়িতে
এবং সেই গরুর বাচ্চা কে নিয়ে নানান লোগের নানা মত এই এলাকায় এরকম আশ্চর্যজনক ঘটনা আগে কোনদিন ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply