ফিরে এলো সেই দিন : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

বিদ্যালয় আছে, বোর্ড, বেঞ্চ চেয়ার আছে,
নেই নৈমিত্তিকের উপস্থিতি
আছে শুধু নীরব অবাধ শূন্যতা।
আসে প্রজাতন্ত্র দিবস
কুয়াশার চাদরের রাস্তা ধরে
পতাকা উত্তোলনের ইচ্ছায়
লালপাড় সাদা কাপড়ের দিদিরা
সাদা পাঞ্জাবি, পাজামার মাষ্টারমশাইরা একই ভাবে এগিয়ে চলেন স্কুল মুখে।
সেই ছোট ছোট দুরন্ত
আর মিষ্টি মুখের
সুস্থ জীবন ফিরে আসুক;
আগামী দিনের জন্য এই প্রার্থনা
সমাজের সবার কাছে।
আশা, আবার পারবো
আমরা একসাথে
সমবেত হয়ে সেই পতাকা,
আনন্দের সঙ্গে তুলতে ।

আগামীতে আবার সরব, সচল, আনন্দমুখর,
কচিকাঁচার দল ভরিয়ে দেবে
বিদ্যালয় প্রাঙ্গন।
যদিও দূরে দূরে, তবুও
এক আকাশ মুক্তির পরিপূর্ন নিশ্বাস নিচ্ছে এখন উচ্ছল কৈশোরের আলোকিত বিদ্যালয় প্রাঙ্গণ ।
আশা পূর্ণ হলো।
আবার নিয়মিত ঘণ্টা বাজছে
সমাগতদের প্রার্থনার জন্য,
পরের ক্লাসের জন্য।
উজ্জ্বল এক ঝাঁক চোখ
মুখোশের আড়ালে আনন্দের
হাসি চোখ ছাপিয়ে দেখা যায়।
তবুও যেন থাকে কিছু নিষেধ
এইটুকুই খুশির আশা ছিল
বর্তমান ও আগামীর জন্য।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *