পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম ব্যবসায়ী সংগঠন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা : রাজ্যজুড়ে পৌর নির্বাচন নিয়ে যখন হৈচৈ চলছে, সেই সময় পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম ব্যবসায়ী সংগঠন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
১৪ এবং ১৫ ফেব্রুয়ারি ছিল ফর্ম তোলার দিন। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি দুই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল। ১৬ তারিখ বিকেল পাঁচটার পর শুরু হয় স্কুটনি।
মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর নির্বাচনী রিটার্নিং অফিসার আইনজীবী অরিজিত নিয়োগী জানান, কোভিদ বিধি মেনে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের নির্বাচন। এই নির্বাচনে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন সংগঠন থেকে। জয়ী’ ২৫ জনকে নিয়ে তৈরি হবে পরিচালন কমিটি।
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
অন্যান্য নির্বাচনের মতোই অনুষ্ঠিত হতে চলেছে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের নির্বাচন।
এবছর রপ্তানিকারক, কাপড় ব্যবসায়ী সহ বিভিন্ন শাখা সংগঠন এর পক্ষ থেকে মনোনয়ন জমা করা হয়।
বুধবার রাতে বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বিদায়ী সহ-সভাপতি অসিত সাহা, সম্পাদক জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা।
মনোনয়নপত্র জমা দিয়ে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন,মাজিদুল সরকার এবং দেবদত্ত প্রসন্ন কুন্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *