একুশের রক্ত ঝরা গান : মহীতোষ গায়েন।।।

একুশ মানে ভাষা শহিদের স্মরণ দিবস,
একুশ মানে মাতৃভাষার অমর লড়াই…
রফিক-শফিক,বরকত্ আর আজাদ ভাই,
অমর একুশে বাংলা ভাষার জয়গান গাই।

শিক্ষানীতিতে আসুক প্লাবন…
একুশের ভাষা আনো,
বিলিতি ভাষার ইমারতে
তীব্র কুঠার হানো।

বাংলা ভাষায় গেয়ে ওঠো গান
কবিতা লেখো খাতায়…
বাংলা ভাষা,একুশের ভাষা
জীবনের লতা-পাতায়।

মাতৃভাষায় প্রথম যে বুলি
সে ভাষায় করো জয়গান…
ধামসা মাদলে বেজে উঠুক
আজ বাংলা ভাষারই তান।

ভোরের সূর্য,স্নিগ্ধ বাতাস
শুনি পাখির কাকলি ভাই,
হিন্দু-মুসলিম,ছাত্র-শিক্ষক
এসো একুশের গান গাই।

এসো প্রতিজ্ঞাতে আবদ্ধ হই
বাংলা ভাষায় শপথ হৃদয়ে রাখি,
সেই রক্তঝরা দিন জয়টিকা করে
রক্তপলাশ বুকের মধ্যে আঁকি।

গাঁদার বাগানে হলুদ শিহরন
বনবীথিতে একুশের ঢেউ;
একুশের সেই মহান বারতা
ভুলবোনা আর কেউ।
—————
ড. মহীতোষ গায়েন,অধ্যাপক,সিটি কলেজ,কলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *