দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দম্পতি।

বাসন্তী, নিজস্ব সংবাদদাতা:- দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ঋতুভকত হাইস্কুল পাড়া এলাকায়। জখম হয়েছে শিবু দাস ও তার স্ত্রী সুন্দরী দাস। স্থানীয় সুত্রে জানাগিয়েছে দম্পতির এক ছেলে কলকাতায় দিনমজুরের কাজ করে। সপ্তাহে একদিন গ্রামের বাড়িতে আসে।এলাকার তৃণমূল কংগ্রেসের ছেলেদের সাথে ওঠাবসা করে।
কেন তৃণমূলের সাথে মিশবে?এই নিয়ে বেশ কয়েকবার হুমকী দেয় স্থানীয় বেশ কয়েকজন দুষ্কৃতি।কলকাতা থেকে বাড়িতে ফিরেছিলেন দম্পতির ছেলে সুব্রত দাস।অভিযোগ সুযোগ বুঝে দুষ্কতিরা সুব্রত কে মারধর করার ছক কষে। সোমবার লাঠি,বাঁশ নিয়ে চড়াও হয় দুষ্কৃতিরা। সেই সময় ছেলে কে না পেয়ে দম্পতি কে বেধড়ক মারধর করে দুষ্কৃতিরা। এমনকি দম্পতির দুই মেয়েকে ও মারধর করা হয় বলে অভিযোগ।স্থানীয় প্রতিবেশীরা ঘটনার কথা জানতে পেরে দৌড়ে আসলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।তারা ওই দম্পতি সহ তাদের দুই মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে দম্পতির অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাদের কে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এবিষয়ে ওই দম্পতির পরিবারের লোকজন বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে বাসন্তী থানার পুলিশ।যদিও ইতি মধ্যে মনিরুল গাজী নামে এক দুষ্কৃতিকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *