নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কদোপাল এলাকায় রাস্তার ধারে থাকা একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি সাঁকরাইল থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় সাঁকরাইল থানার পুলিশ । সেই সঙ্গে কি কারনে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে । মৃত ব্যক্তির নাম অনন্ত বোধুক ,তার বয়স প্রায় 62 বছর, তার বাড়ি সাঁকরাইল থানার রোহিণী অঞ্চলের হরেকৃষ্ণপুর গ্রামে। কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা তার পরিবারের কেউ কিছুই বলতে পারছে না। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সাঁকরাইল এর কদোপাল এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য।

Leave a Reply