অনুষ্ঠিত হলো সবুজ প্রকল্পের এক অভিনব কর্মসূচি অনুসারে “গেছো মিট “এর সবুজ নিয়ে আলোচনা ও সবুজ মনের আদান প্রদান।

জগৎ উদ্যান পার্ক, উত্তর কলকাতা, রাজবল্লভ পাড়া:- গত ১৩ই মার্চ,২২ অনুষ্ঠিত হলো সবুজ প্রকল্পের এক অভিনব কর্মসূচি অনুসারে “গেছো মিট “এর সবুজ নিয়ে আলোচনা, ও সবুজ মনের আদান প্রদান।
প্রথমেই অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্থার প্রতিস্থাপক ও এডমিন শ্রীমতী অর্পিতা মুখার্জি। গেছোর সদস্যদের বিভিন্ন রঙের বোগনভেলিয়া, গাছ উপহার হিসাবে দেওয়া হয়। এরপর জলজ গাছ নিয়ে আলোচনা হয়। জল গোলাপ, পদ্ম,করার বিভিন্ন পদ্ধতি, ইত্যাদি আলোচনার পর লটারির মাধ্যমে এই ধরনের গাছ বিতরণ করা হয় গেছোর সদস্যদের।


বিভিন্ন রঙের জবা গাছ, নানান ধরনের স্যাকুলেন্ট,নানান ধরনের পাতাবাহার, কালাঞ্চ, বিভিন্ন ফুলের কিছু গাছ, এগুলিও উপহার পায় গেছর সদস্যরা।
এরপর অর্কিড নিয়ে এক সদস্য উপকারী আলোচনা করেন।
চা, খাবার, মিষ্টি, জলের বোতল, সবই দেওয়া হয় গেছো সদস্যদের। এরপর গাছ সম্পর্কে আরও কিছু প্রশ্ন, উত্তর, ও আলোচনা চলতে থাকে।
শেষ সময়ে কেউ কেউ গাছ দিতে আগ্রহী বলে সঙ্গে এনেছিলেন। এইসব গাছ দেওয়া, এবং সংগ্রহ করার পর অনুষ্ঠান শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *