নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মালদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ শ্রীপুর শিব মন্দির এলাকা থেকে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র সহ একজন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মিলন মণ্ডল ( ২৫)। বাড়ি বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়।
পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন,জগদলা পঞ্চায়েতের শ্রীপুর শিবমন্দির এলাকায় অভিযান চালিয়ে কাছ ওই যুবককে একা ঘুরতে দেখে পুলিসের সন্দেহ হয়। এবং তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। রবিবার ধৃত যুবককে জেলা আদালতে পেশ করা হবে।
অভিযান চালিয়ে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ শ্রীপুর শিব মন্দির এলাকা থেকে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র সহ একজন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply