শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- গ্রীষ্মের দাবদাহে ধুঁকছে প্রান্তিক জেলা পুরুলিয়া, তারমধ্যে পানীয় জলের সংকট সমস্যায় ফেলেছে মানুষকে। জল চাই, জল দিন এই দাবীতে ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষ মহকুমা শাসককে স্মারক লিপি জমা দেন।তাদের দাবী দীর্ঘদিন ধরে ভামুরিয়া গ্রামপঞ্চায়েতের বড়া আলকুশা, ভামুরিয়ার, হীরাখুন সহ ,এলাকার সবক’টি গ্রাম জলকষ্টে ভুগছেন। বার বার স্হানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি, তাই তারা জলের দাবীতে মহকুমা শাসকের কাছে। দামোদর হীরাখুন থেকে নলবাহিত জল ভামুরিয়ার জলাধারে আসে সেখান থেকে গ্রামে জল সরবরাহের ব্যবস্থা থাকলেও মানুষ জল পাচ্ছেন না।

মুখ্যমন্ত্রীর সাধের জলস্বপ্ন প্রকল্প কার্যকরী হয়নি।গ্রামবাসীদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে। তাদের অদূরদর্শিতার কারনেই মানুষ জল পাচ্ছেনা।মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জানান জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করছি।দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের নামার কথা ভাবছেন গ্রামবাসীরা।












Leave a Reply