বুধবার প্রকাশিত বিবৃতিতে অল ইংল্যান্ড লন টেনিস সংস্থা জানায় – ‘ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে অযৌক্তিক ও নজিরবিহীন সামরিক অভিযান চালাচ্ছে সেই প্রেক্ষিতের কথা বিবেচনা করে আসন্ন চ্যাম্পিয়নশিপের জন্যে রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের এন্ট্রি গ্রহণ করা হবে না। রাশিয়ার শাসক গোষ্ঠী প্রচার পেতে পারে এমন কোনও কাজ না করার প্রয়াস থেকেই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। ”
যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে উইম্বলডন আয়োজকদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানাধিকারী নোভাক জকোভিচ। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচ একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলন – ‘ আমি সর্বদা যুদ্ধের নিন্দা করি। আমি নিজেই যেহেতু শৈশবে যুদ্ধের সাক্ষী থেকেছি ফলে কোনওদিন যুদ্ধের পক্ষে দাঁড়াব না। আমি জানি যুদ্ধ কতোটা মানসিক ক্ষতের সৃষ্টি করতে পারে। সার্বিয়াতে আমরা জানি ১৯৯৯ সালে কি হয়েছিল। সাম্প্রতিক সময়ে বল্কান অঞ্চলে একাধিক যুদ্ধের সাক্ষী থেকেছি। তবে আমি উইম্বলডনের নেওয়া সিদ্ধান্তের সমর্থন করতে পারছি না। যুদ্ধ ক্রীড়াবিদদের ভুল নয়। খেলার সাথে রাজনীতি মিশতে থাকলে তার ফল ভালো হয়না। “












Leave a Reply