সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- সকালে সূর্যের আলো প্রস্ফুটিত হতেই দিনের তাপমাত্রার চড়ছে প্রচন্ড হারে। সাধারণ মানুষ জন অতিষ্ট হয়ে পড়ছেন।এমনকি অনেকেই আবার প্রচন্ড গরমের জন্য অসুস্থ হয়ে পড়ছেন যত্রতত্র।
এমন পরিস্থিতিতে প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার ওসি প্রদীপ কুমার রায় সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার বার্তা দিয়ে জনসাধারণের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের কে ও প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে সচেতনতার বার্তা দিলেন।বৃহষ্পতিবার সকাল থেকেই ঝড়খালি কোষ্টাল থানার বিভিন্ন রাজপথে দাঁড়িয়ে বাইক চালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালকদের কে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে সচেতনতার বার্তা দেন। পাশাপাশি প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে সব সময় জল পান করা এবং জলের বোতল কাছে রাখা,রাস্তা দিয়ে চলাচলের সময় গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার বার্তা দিয়ে সাধারণ মানুষজন সহ এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে বিশুদ্ধ পানীয় জলের বোতল তুলে দেন।
প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার বিভিন্ন রাজপথে কাঁট ফাটা রোদে দাঁড়িয়ে পুলিশের এমন মানবিক কর্তব্য কে বাহবা জানিয়েছেন অজয় বায়েন,কুতুবুদ্দিন মোল্লা,ভাষ্কর দাস,পলাশ তরফদার সহ এলাকার বিশিষ্টরা।
সমাজসেবী অজয় বায়েন পুলিশের এমন কর্মযঞ্জ সম্পর্কে বলেন ‘পুলিশ হল সমাজের ত্রাতা।তাঁরা যখন রাজপথে নেমে সচেতনতার বার্তা দিচ্ছেন,এমনটা অত্যন্ত মঙ্গলদায়ক।
সেভ ড্রাইভ সেভ লাইফ ও দাবদাহ নিয়ে সচেতনতায় রাজপথে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।

Leave a Reply