সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ওঝার কেরামতিতে প্রাণ গেলো সাপে কামড়ানো এক বৃদ্ধের। মৃতের নাম আহম্মদ আলি লস্কর(৭৬)।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বারুইপুর থানার অন্তর্গত বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে বর্তমানে প্রচন্ড হারে গরম আবহাওয়া চলায় শুক্রবার সন্ধ্যায় মাঠে গিয়ে ধান তোলার কাজ করছিলেন।সেই সময় আচমকা আহম্মদ আলির পায়ে একটি কেউটে সাপ কামড় বসায়।তিনি মুহূর্তে মাঠ থেকে বাড়িতে ফিরে আসেন। পরিবারের সকল কে ঘটনার কথা জানায়।এরপর পরিবারের লোকজন স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে ওঝার ঝাঁড়ফুঁক আর কেরামতি। অবশেষে বৃদ্ধের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে।পরিস্থিতি বেগতিক বুঝে ওঝা সাপে কামড়ানো রোগী কে বাড়িতে নিয়ে চলে যেতে বলে।অন্যদিকে লস্কর পরিবারের বড় ছেলে মনিরুল লস্কর খবর পেয়ে কাজে থেকে বাড়িতে ফিরে আসে। তড়িঘড়ি বৃদ্ধ পিতাকে নিয়ে রাত ১১ বেজে ৪৫ মিনিটে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায় চিকিৎসার জন্য। সেই মুহূর্তে কর্তব্যরত চিকিৎসক অভিষেক বিশ্বাস যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই বৃদ্ধর চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসকদের চিকিৎসায় কোন প্রকার সাড়া না দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই বৃদ্ধ। রাত ১১ টা বেজে ৫৫ মিনিটে মৃত্যু হয় বৃদ্ধের।
চিকিৎসক অভিষেক বিশ্বাস জানিয়েছেন ‘সাপে কামড়ানো রোগী কে মৃতপ্রায় অবস্থায় আনা হয়েছিল চিকিৎসার জন্য। পরিবারের লোকজন ওঝা-গুণীনের দ্বারস্থ হয়ে অতিরিক্ত সময় নষ্ট করায় প্রাণ বাঁচানোর চেষ্টা করে ও সম্ভব হয়নি।এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।
অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন ‘সাপে কামড়ানোর পর কি কি করনীয় উচিৎ,এবং ওঝা-গুণীনের কাছে না গিয়ে সরাসরি সরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে প্রতিনিয়ত সচেতনতার বার্তা প্রচার করা হচ্ছে। তা স্বত্বেও কিছু কিছু মানুষ এখনও অঞ্জ রয়েছেন। না হলে এমন দুর্ঘটনা ঘটতো না।’
অন্যদিকে ক্যানিং থানার পুলিশ শনিবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
ওঝার কেরামতিতে মৃত্যু হল সাপে কামড়ানো বৃদ্ধের।

Leave a Reply