ডেবরায় জেলা কার্যালয় এ দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকারের নানা সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‌।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার কর্মীবৃন্দকে নিয়ে ডেবরায় জেলা কার্যালয় এ দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকারের নানা সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‌।
তিনি জঙ্গলমহলে মাওবাদী ইস্যু নিয়ে বলেন পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে বিরোধীদের মিথ্যে মামলা দিয়ে জব্দ করতে চাইছে। জঙ্গলমহলে মাওবাদী নাম করে কেন্দ্রের টাকা ঝাড়ার ধান্দায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জঙ্গলমহলে মাওবাদী ভাঙ্গা বন্দুক কান্দে নিয়ে মাওবাদী সাজতে পারলেই চাকরি পাওয়া যাবে। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে প্রায় 500 জন তৃণমূলের নেতাকর্মীদের মাওবাদীদের নামে চাকরি দিয়েছেন। পশ্চিমবাংলায় শিক্ষিত সার্টিফিকেটের কোন দাম নেই তাই মাওবাদী সাজাতে হবে চাকরি পেতে গেলে। এছাড়াও কয়লা গরু বিভিন্ন কেলেঙ্কারিতে নিজের ভাইপো কে বাঁচানোর জন্য দিল্লির ইডি আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করেছিলেন কলকাতার পুলিশকে। মেট্রোপলিটন কোর্টের কোন জাজমেন্ট বদলে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যা আইনে আশ্রয় নেওয়াই কলকাতা পুলিশ ও রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনা করেন শুভেন্দু। পেট্রল ডিজেল এর মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন স্টেট ভ্যাটের পার্সেন্টেজ কমায়নি রাজ্য, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ পেট্রোলিয়াম দ্রব্যের রাজস্বের টাকায় খেলা,মেলা করবার জন্যই পার্সেন্টেজ কমায়নি রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার 10 হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছিল 2021- 22 বর্ষে। মুখ্যমন্ত্রী 97 হাজার কোটি টাকার মিথ্যা ফর্দ বানিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।
পেট্রোল-ডিজেলের ওপর রাজ্যের ফ্যাট কমানোর দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন করবেন, বললেন শুভেন্দু অধিকারী। তাছাড়া ও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচনে পরাজয় সম্পর্কে বলেন আপনার থেকে জনপ্রিয়তা আমার বেশি, তাই নন্দীগ্রামে আমার কাছে আপনি হেরেছেন। আপনি অটোবায়োগ্রাফি লিখলে তাতে লিখতে হবে একুশের বিধানসভায় 213 টি আসন পেলেও আমি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছি। তৃনমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি লাগানো নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম এর বক্তব্য নিয়ে বলতে গিয়ে জানান
ফিরাদ কোন হরিদাস পাল নির্দেশ দেবার‌। প্রসঙ্গত উল্লেখ্য যে অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি খোলার কথা বলেছেন ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *