পাঁশকুড়ায় গ্রীন স্টার ক্লাবের উদ্যোগে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষদের জলদান ও ফলদান কর্মসূচী।

পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:– রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গ্রীন স্টার ক্লাবের উদ্যোগে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষদের জলদান ও ফলদান কর্মসূচী গ্রহন করলো।বর্তমানে গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট, পাশাপাশি তীব্র গরমে পাঁশকুড়া এলাকায় অনেক জায়গায় জলস্তর নেমেও গেছে।তাই এই কর্মসূচীর মাধ্যমে এক দিকে যেমন জল ও ফলদান করা হয় পাশাপাশি পানীয় জল যাতে সাধারন মানুষ অপচয় না করে সে বিষয়েও সচেতনতা করা হয় সাধারন মানুষকে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেক সমিরুদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *