প্রাক্তন সেনা কর্মীর পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দরজা বন্ধ ঘর থেকে আনুমানিক ৪ দিনের প্রাক্তন সেনা কর্মী চিকিৎসকের পচা-গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার রাতে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার মদনমোহন পল্লী মিশন রোড এলাকায়। মৃত প্রাক্তন সেনা কর্মী চিকিৎসকের নাম আনন্দময় চ্যাটার্জী, বয়স আনুমানিক ৬৬ বছর। জানা যায় আনন্দময় চ্যাটার্জী অবসরের পর মিশন রোড এলাকার তার বাড়িতে একাই থাকতেন। তার একটি ছোট ভাই থাকলেও সেনিচের ঘরে থাকতেন। দুই ভাইয়ের সঙ্গে সেভাবে কোন সম্পর্ক ছিল না বলেই এলাকাবাসী সূত্রে খবর। মাঝে মধ্যে একজন পরিচারিকা এসে তার বাজার করে দিতেন এবং নিত্য প্রয়োজনীয় ওষুধ এনে দিত বলে জানা যায়। টানা পাঁচদিন ধরে ওই পরিচারিকা কাজে আসেন নি। গতকাল সকালে কাজে এসে বাসনপত্র পরিষ্কারের পর দীর্ঘ খোন ডাকাডাকি করেও কোনো উত্তর না পেলে সে বাড়ি চলে যায়। আবারো এসে ডাকাডাকি করলে উত্তর না মেলায় সন্দেহ হয় তার। এলাকার এক বাসিন্দা কে এই ঘটনা বলার পর সে রানাঘাট থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঢুকে দেখে পচা-গলা অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ। রবিবার ভোররাতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এক এলাকাবাসীর দাবি আনন্দময় চ্যাটার্জী সেনা কর্মী দাঁতের ডাক্তার ছিল। দীর্ঘদিন ধরেই অবসর হওয়ার পর একাই বাড়িতে থাকতেন। তবে কি কারণে তার মৃত্যু ঘটলো তা বুঝে উঠতে পারছেন না তারা। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে মৃত্যু কিভাবে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *