বাঁকুড়ার পাঠক পাড়ার পরিত্যাক্ত খেলার মাঠের সংস্কার।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  কিছু কিছু কাজ থাকে যা অতি সহজেই মানুষের মন জয় করে নিতে পারে আবার কাজেও লাগে অনেক বেশি। কারণ খেলা ধুলা ও সংস্কৃতি মানুষের শরীর কে যেমন ভালো রাখে তেমনি মনের খিদে মেটাতে সাহায্য করে। এইরকম ই একটি কাজ যা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল তা শুরু হলো বাঁকুড়ার পাঠক পাড়ায়।এলাকার যুব সম্প্রদায়ের একটি খেলার মাঠ যা প্রায় পরিত্যাক্ত অবস্থায় ছিল তার সংস্কার শুরু করলো বাঁকুড়া পৌরসভা। এই কাজ পরিদর্শন করতে সেখানে যান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকাসেন মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর মমতা বাগদী। স্বভাবতই এই কাজে ভীষণ খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *