হেলিকপ্টারে চরে কোচবিহারের তিনবিঘায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।

মনিরুল হক, কোচবিহারঃ ২১-এর বিধানসভা নির্বাচনের পর বাংলায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি শিলিগুড়ি একটি জনসভা করেন। তারপর সেখান থেকে আজ ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘায় আসলেন অমিত শা। এদিন তিনবিঘা করিডরে বিএসএফ ও পুলিশের কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়।
সূত্রে খবর, এদিন বিএসএফ কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায় বৈঠক করবেন আন্তজার্তিক বিষয়ে কিছু আলোচনা হতে পারে। বাংলাদেশের দহগ্রাম-অঙ্গারপোতার সঙ্গে পাটগ্রাম সহ বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগকারী তিনবিঘা করিডরে সকাল থেকে সাধারণ মানুষদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। মেখলিগঞ্জ শহর থেকে তিনবিঘা রাস্তা কার্যত পুলিশি চাদরে ঘেরা, বন্ধ যান চালাচল, তিনবিঘা করিডরের কিছুটা দূরে হেলিপ্যাডএ স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে নামন। এরপর তিনবিঘা করিডরে সোজা সফর করেন, সেখানে বিএসএফের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন।
সূত্রে খবর, সীমান্তে কী কী সমস্যা রয়েছে,সীমান্তে নিরাপত্তাকে সুরক্ষিত করতে আরও কী কী করা প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে বৈঠক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *