আবদুল হাই, বাঁকুড়াঃ বিধানসভা নির্বাচনের পর পার হয়েছে বেশ কয়েকটা মাস। বিধানসভার পরবর্তী সময়ে ১ জুন বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
বাঁকুড়ায় জেলার কর্মী-সমর্থকদের আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে এবং দলের সাংগঠনিক অন্যান্য কাজে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে বুথ ভিত্তিক নেতাকর্মীদের নিয়ে সভা করবেন তিনি। মঙ্গলবার তারই প্রস্তুতি হিসাবে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় নিজে দেওয়াল লিখনে নামালেন। এছাড়াও প্রতিদিন চলেছে দলীয় কর্মীদের নিয়ে সভা।
দেওয়াল লিখনে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, পায়ে পায়ে উড়িয়ে ধূলো ১ জুন সতীঘাট চলো।

Leave a Reply