দুবরাজপুর থানার উদ্যোগে রক্তদান শিবির।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জেলায় তৈরি হয়েছে রক্তের সঙ্কট। প্রতিবছর গ্রীষ্মের সময় রক্ত ভান্ডারে সংরক্ষিত রক্তের পরিমান চাহিদার তুলনায় অনেক কম মজুত থাকে। ফলে সমস্যায় পড়তে হয় রোগীদের। রক্তের এই সঙ্কট নিরসনে এবার এগিয়ে এলো বীরভূম জেলার পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “উৎসর্গ” প্রকল্পের অধীনে এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় শুরু হয়েছে রক্তদান শিবির। তাই আজ রবিবার দুবরাজপুর থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিন এই শিবিরে দুবরাজপুর থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলে ৫০ জন রক্তদান করেন। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *