ঝাড়গ্রামে নতুন করে ৬০ টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল।

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:- গ্রামীণ স্তরে চিকিৎসা পরিষেবার আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবায় জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানা হচ্ছে। বৃহস্পতিবার জেলায় নতুন করে ৬০ টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়। চলতি মাসেই আরও দু’টি উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হবে। এরফলে গ্রামীণ এলাকায় মানুষজন আরও উন্নততর চিকিৎসা পরিষেবা পাবেন।
বর্তমানে জেলায় রয়েছে বর্তমানে ২১৯ টি উপ-স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। চিকিৎসা পরিষেবা কেন্দ্রের সবচেয়ে নীচু স্তর হল উপ-স্বাস্থ্যকেন্দ্রে। তবে এখানে কোন চিকিৎসক থাকেন। এনএনএম-১ ও এএনএম-২ সহ আশাকর্মীরা মিলে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সামলান। ৬২টি নতুন উপ-স্বাস্থ্যকন্দ্রে চালু হচ্ছে। বেলপাহাড়ি ব্লকে ১৬টি, লালগড় ব্লকে ৭টি, গোপীবল্লভপুর-১ ব্লকে ৫টি, বেলিয়াবেড়া ব্লকে ৪টি, জামবনি ব্লকে ১টি, ঝাড়গ্রাম ব্লকে ৩টি, নয়াগ্রাম ব্লকে ২০টি, সাঁকরাইল ব্লকে ৬টি উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। এরমধ্যে ৬০টি উপস্বাস্থ্য কেন্দ্র আজ উদ্বোধন হবে। বাকি দু’টি চলতি মাসের মধ্যেই হবে। তবে এই ৬২টি উপ স্বাস্থ্যকেন্দ্র অস্থায়ী ভাবে চালু হচ্ছে। কোথায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কোথাও স্কুলের ফাঁকা ভবন, আবার কোথাও ফাঁকা ভবনে। আবার দু’টি ভাড়া ঘরে চালু হবে। পরবর্তীকালে ৬২টি উপ স্বাস্থ্যকেন্দ্রের জন্য নতুন করে ভবন তৈরি হবে। এরমধ্যে ৪২টি উপ স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য আর্থিক অনুমোদন মিলেছে। আবার ১৯টি উপ স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য টেন্ডার হয়ে গিয়েছে। তবে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে উন্নততর করতে রাজ্য সরকার প্রতিটি উপ-স্বাস্থ্যকেন্দ্রকে ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ তৈরি করছে। ইতিমধ্যে জেলায় ৬৬টি ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ তৈরি হয়েছে। সেই সুস্বাস্থ্য কেন্দ্রে একজন করে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হচ্ছে। ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, ‘‘জেলায় বৃহস্পতিবার ৬০টি উপ স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়েছে। বাকি দু’টি চলতি মাসেই হবে। এখন অস্থায়ী ভাবে চালু হচ্ছে উপ স্বাস্থ্যকেন্দ্রগুলি। তাই এলাকার মানুষের সহযোগিতা জরুরি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *