সাঁকরাইল ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল হুল দিবস।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :-  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৩০ শে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর রোহিনী এলাকায় সাঁকরাইল ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল হুল দিবস। উল্লেখ করা যায় যে ১৮৫৫ সালে ৩০ শে জুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিহার রাজ্যের ভগ্নাডিহি গ্রামের সিধু কানহু নামে তরতাজা দুই যুবক। তাদের আত্ম বলিদান ব্যর্থ হয়নি, ব্রিটিশ পুলিশ তাদের খুন করলেও আজও সারা দেশের মানুষ তাদের ভুলে যায় নি। তাই ৩০ শে জুন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হুল মাহা অর্থাৎ হুল দিবস উদযাপন করে। সেইমতো এদিন সাঁকরাইল ব্লকের ব্লক প্রশাসনের উদ্যোগে রোহিনী ব্লক অফিস কার্য্যালয়ে হুল দিবস উদযাপন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস,পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউত সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা।উপস্থিত সকলে সিধু কানহু এর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।হুল দিবস উপলক্ষ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া বস্ত্র।এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এর হাতে তুলে দেওয়া হয় জাতিগত শংসাপত্র।বস্ত্র ও জাতিগত শংসাপত্র তুলে দেন বিধায়ক ডাঃ খাগেন্দ্রনাথ মাহাতো, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ, ব্লকের বিডিও রথীন বিশ্বাস সহ আরো অনেকে।অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন যখনই অন্যায় হয় তখনই আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠি। তাই জোরদার জমিদারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ভাষা ও সাহস জোগিয়েছিলেন সিধু,কানহু।তাই সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানু চাঁদ ও ভৈরব কে হুল দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *