রায়গঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- আজকে আবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এর কাছে বটতলা থেকে একটি তিন ফুটের গোসাপ উদ্ধার করা হলো । গোসাপটি রায়গঞ্জ পৌরসভার কর্মী চন্দন দাস ওরফে হরিদার বাড়িতে ঢুকে পড়েছিল। গোসাপটিকে উদ্ধার করার জন্য হরিদা উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলসের অফিসে খবর দেয় । খবর পেয়ে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া নিজে গিয়ে গোসাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করা গোসাপটি বনদপ্তর এর মাধ্যমে কুলিক বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
কয়েকদিন আগেও একটি বড় গোসাপ উদ্ধার করা হয়েছিল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের পেছনে একটি বাড়ি থেকে। এত গোসাপ লোকালয়ে কেন চলে আসছে ,সেই বিষয়টি তদন্ত করা প্রয়োজন ।তাদের খাবারের অভাব হতে পারে বা বাসস্থানের অভাব হতে পারে । বনদপ্তরকে সবকিছু জানানো হবে যেন তারা বিষয়টি তদন্ত করে দেখে।
রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন বট তলা থেকে তিন ফুটের গোসাপ উদ্ধার হল।

Leave a Reply