নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- করোনার তান্ডবের কারণে গত দুবছরে অনুষ্ঠিত জটেশ্বরে হয়নি রথযাত্রা। দুবছর পর ২০২২ সালে ধুমধাম করে ফালাকাটা ব্লকের জটেশ্বরে অনুষ্ঠিত করা হয়েছে রথযাত্রা। আজ উল্টোরথ। রথের দিনের মতোই উল্টো রথেও জটেশ্বর দেখা গেল উপচে পড়া ভিড়। শনিবার বিকেলে জটেশ্বরের রাস্তায় গড়ালো রথের চাকা। প্রতিবারের ন্যায় এ বছরও রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কে নিয়ে রথ রওনা দেয়। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে নাম সংকীর্তন শুরু করেন ভক্তরা। হাজার হাজার ভক্তের ভিড় জমে জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায়।
দুবছর পর ২০২২ সালে ধুমধাম করে ফালাকাটা ব্লকের জটেশ্বরে অনুষ্ঠিত করা হয়েছে রথযাত্রা।

Leave a Reply