খড়গপুর গ্রামীন এলাকার গোপালী আশ্রমে হিরন্ময় চট্টোপাধ্যায়ের গোমাতা পুজোয় যোগ দিলেন বিরোধী দলনেতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় কোন মন্ত্রীকে ডাকেন, তিনি আপনাদের পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করলেন কিন্তু বিধায়ক শীতল কপাট,হিরন্ময় চট্টোপাধ্যায়, সাংসদ দিলীপ ঘোষকে ডেকেছিলেন, রবিবার খড়গপুর গ্রামীন এলাকায় গোপালী আশ্রমে বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের উদ্যোগে গোমাতা পুজোয় যোগ দিতে এসে এমনইভাবে কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, প্রসঙ্গত মেট্রো প্রকল্প উদ্বোধনের সময় ডাকা হয়নি মুখ্যমন্ত্রীকে সেই বিষয় নিয়ে এমনভাবে কটাক্ষ করলেন তিনি, পাশাপাশি তিনি আরো বলেন আয়নাতে মুখ দেখতে বলুন আর কাচের ঘরে বসে ঢিল মারতে নেই, ওই যা যা করছেন তা আমরা ফিরিয়ে দিচ্ছি, পাশাপাশি মদ নিয়েও নাম না করে ভাইপো সম্বর্ধনা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটা করতে ছাড়লেন না তিনি, তিনি বলেন পেট্রোল ও ডিজেল ও রান্নার গ্যাসের কর মোদি কিছুটা কমালেও, এই রাজ্যে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের কর না কমিয়ে মদের দাম কমিয়েছেন, উনি আবার ২৮ টাকা দিয়ে দিয়ে একটা নতুন মদ এনেছেন, মূলত মায়েদের যে ৫০০ টাকা দিচ্ছেন তাতে ছেলে এবং স্বামী সেই পয়সা নিয়ে যাতে ওই কেনে, এমনই ভাবে তীব্র ভাষায় কটাকে করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *